মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন খুলছে ৩১ ডিসেম্বর

ঢাকা মেট্রোরেল
স্টার ফাইল ছবি

আগামী ৩১ ডিসেম্বর মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন খুলে দেওয়া হবে। এ নিয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সবগুলো স্টেশন খুলে যাচ্ছে মেট্রোরেলের। তবে স্টেশন চালু হলেও আপাতত মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে না। আগের সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চালু থাকবে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইস্কাটনে ঢাকা মাস ট্রানজিট কোম্পানির লিমিটেডের (ডিএমটিসিএল) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। তবে প্রথম দিনই কারওয়ান বাজার স্টেশনে ওঠা-নামার সবগুলো পথ চালু হবে না।

এম এম এন সিদ্দিক বলেন, আগামী মার্চের মধ্যে পুরো পথে সময় মিলিয়ে আনা হবে। তখন উত্তরা থেকে আগারগাঁও হয়ে মতিঝিল পর্যন্ত সকাল-সন্ধ্যা মেট্রোরেল চলাচল করবে।

তিনি বলেন, গত বছর থার্টি ফার্স্ট নাইট উদযাপনের সময় মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে ফানুস পড়ে চলাচল বিঘ্নিত হয়েছিল। ওই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে মেট্রোরেলের আশপাশের এলাকায় ফানুস না ওড়ানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, মেট্রোরেলের উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক লাইনে ফানুস বা এ ধরনের কোনো বস্তু পড়লে মারাত্মক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

মেট্রোরেলের লাইনের দুই পাশে এক কিলোমিটার এলাকায় ফানুস উড়ানো বন্ধের অনুরোধ জানিয়ে এম এ এন সিদ্দিক বলেন, এই নিষেধাজ্ঞা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

উত্তরা ও আগারগাঁওয়ের মধ্যে মেট্রোরেল চলাচলের এক বছর পূর্ণ হয়েছে আজ। গত বছর ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন।

Comments

The Daily Star  | English

$14b lost to capital flight a year during AL years

Bangladesh has lost around $14 billion a year on average to capital flight during the Awami League’s 15-year tenure, according to the draft report of the committee preparing a white paper on the economy.

8h ago