মালদ্বীপে পানিতে ডুবে বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপে পানিতে ডুবে বাংলাদেশির মৃত্যু
সাইদুল ইসলাম। ছবি: সংগৃহীত

মালদ্বীপে সাগরে মাছ ধরতে গিয়ে জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় মো. সাইদুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

গত ২৫ ডিসেম্বর রাতে মালদ্বীপের রাজধানীর মালের কাছে ভিলিগিলি দ্বীপে এ দুর্ঘটনা ঘটে।

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সেলর মো. সোহেল পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

মালদ্বীপে একটি মাছ ধরার খামারে কাজ করতেন সাইদুল। প্রতিদিনের মতো সোমবার রাতেও মাছ ধরতে গিয়ে পানির নিচে ড্রাইভিংয়ের সময় তলিয়ে যান তিনি। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার মো. আলাউদ্দিনের বড় ছেলে সাইদুল আট বছর আগে মালদ্বীপে যান।

Comments