সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রামের আঙ্গোরপোতা-দহগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিত নিহহ রফিউল ইসলাম টুকলুর (৩৩) মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ।

গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে তিনবিঘা করিডোরে বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ রফিউলের মরদেহ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।

এসময় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। রাতেই মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।

নিহত রফিউল ইসলাম টুকলু পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গারপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।

ওসি ফেরদৌস ওয়াহিদ দ্য ডেইলি স্টারকে বলেন, সীমান্তে বিএসএফের উপস্থিতিতে নিহত বাংলাদেশি রফিউল ইসলাম টুকলুর মরদেহ উদ্ধার করে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেথলিগঞ্জ থানা পুলিশ। রোববার বিকেলে মরদেহের ময়নাতদন্ত হয় ভারতে। পরে রাতে নিহতের মরদেহ হস্তান্তর করে।

৫১ বিজিবি ব্যাটালিয়নের আঙ্গোরপোতা ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার গোলাম মোস্তাফা সাংবাদিকদের জানান, রোববার ভোর সাড়ে ৪টার দিকে আঙ্গোরপোতা-দহগ্রাম সীমান্তের ডাঙ্গারপাড়া এলাকায় এক নাম্বার সীমান্ত পিলারের কাছে ভারতের অভ্যন্তরে গিয়েছিলেন রফিউল ইসলাম টুকলু। এসময় ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ৬  বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্য গুলি করেন রফিউল ইসলাম টুকলুকে। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। বিএসএফের সহযোগিতায়  ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ মরদহ উদ্ধার করে।

Comments

The Daily Star  | English

Family reunited after 18 years

Stranded in Malaysia, man finally comes back home

1h ago