নোয়াখালীতে পথসভায় এমপি মোরশেদ আলমকে জুতাপেটার চেষ্টা
নোয়াখালী-২ আসনের (সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলার একাংশ) নির্বাচনী পথসভায় সংসদ সদস্য মোরশেদ আলমকে জুতাপেটার চেষ্টার ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে সেনবাগ উপজেলার কেশার ইউনিয়নের বালুর মাঠে নৌকার পথসভায় এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম মো. আলা উদ্দিন আলো (৩০)। ঘটনার পর তিনি পালিয়ে গেলেও পরে তাকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ। সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।
এমপিকে জুতা পেটার চেষ্টার ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ঘটনার ২০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায় এমপি মোরশেদ আলম পথসভায় বক্তব্য দিতে দাঁড়ালে আলা উদ্দিন আলো জুতা নিয়ে তেড়ে এসে তাকে আঘাত করার চেষ্টা করেন। সভার সঞ্চালক তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন। উপস্থিত লোকজন আলা উদ্দিনকে ধরে পিটুনি দেন। এর মধ্যেই সেখান থেকে পালিয়ে যান তিনি।
মোরশেদ আলমের অভিযোগ পেয়ে সেনবাগ থানার পুলিশ অভিযান চালিয়ে আলা উদ্দিনকে তার গ্রামের বাড়ি কেশার পাড় থেকে আটক করে।
সেনবাগ থানার এসআই সঞ্জয় সিকদার বলেন, সংসদ সদস্য নিজেই বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
সঞ্জয় বলেন, জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে আলা উদ্দিন বলেছেন, এমপির অনুসারীরা তার পারিবারিক বিষয়ে অযাচিত হস্তক্ষেপ করার কারণে ক্ষুব্ধ ছিলেন তিনি। এই ক্ষোভ থেকেই ঘটনাটি ঘটিয়েছেন।
Comments