৮ ঘণ্টা পর ময়মনসিংহ ও সিলেটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক
ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-সিলেট রেলরুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ সোমবার সকাল ১০টার দিকে আব্দুল্লাপুর এলাকায় ময়মনসিংহ-টঙ্গী রেলরুটে একটি মালবাহী ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়।
এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-সিলেট রেলরুটে শিডিউল বিপর্যয় দেখা দেয়।
ট্রেনের বগি উদ্ধারের পর সন্ধ্যা ৬টার দিকে এ দুই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ছোটন শর্মা দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'বগিগুলো লাইন থেকে সরানো হয়েছে। পরে লাইন মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।'
সকালে দুই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলে ময়মনসিংহ থেকে ঢাকামুখী 'একতা এক্সপ্রেস', 'জামালপুর কমিউটার', 'বনলতা এক্সপ্রেস' ও 'ব্রহ্মপুত্র এক্সপ্রেস' এবং সিলেট থেকে ঢাকামুখী 'কালনি এক্সপ্রেসের' শিডিউল বিপর্যয় হয়।
Comments