মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

ময়মনসিংহ, সিলেট থেকে ঢাকামুখী ৫ ট্রেনে শিডিউল বিপর্যয়

মালবাহী ট্রেনের পাঁচটি বগি আজ সকালে টঙ্গী ব্রিজে ওঠার আগে আব্দুল্লাপুর এলাকায় লাইনচ্যুত হয়। ছবি: সংগৃহীত

মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ ও সিলেট থেকে ঢাকামুখী পাঁচটি ট্রেনে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।

ট্রেনগুলে হলো, ময়মনসিংহ থেকে ঢাকামুখী 'একতা একপ্রেস', 'জামালপুর কমিউটার', 'বনলতা এক্সপ্রেস' ও 'ব্রহ্মপুত্র এক্সপ্রেস' এবং সিলেট থেকে ঢাকামুখী 'কালনি এক্সপ্রেস'।

জয়দেবপুরে জংশন ইনচার্জ মুন্না বণিক এবং টঙ্গী রেল স্টেশন মাস্টার রাকিবুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

মুন্না বণিক বলেন, সিঙ্গেল লাইনে কাজ চলছে তার জন্য শিডিউল বিপর্যয় হয়েছে।

আজ সকাল ১০টা দিকে ময়মনসিংহ-টঙ্গী রেলরুটে ঢাকা থেকে ছেড়ে আাসা একটি মালবাহী ট্রেনের পাঁচটি বগি টঙ্গী ব্রিজে ওঠার আগে আব্দুল্লাপুর এলাকায় লাইনচ্যুত হয়।

এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

 

Comments

The Daily Star  | English

A unique approach to looking at the future

This is the first instalment of a three-part series based on a foresight analysis centred on Bangladesh’s transition.

4h ago