বাংলাদেশ অ্যাডভেঞ্চার ট্যুরিজম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা

বিএটিএ
শুক্রবার ঢাকা ক্লাবে যাত্রা শুরু করে বাংলাদেশ অ্যাডভেঞ্চার ট্যুরিজম অ্যাসোসিয়েশন। ছবি: সংগৃহীত

দেশের পর্যটকদের মধ্যে অ্যাডভেঞ্চার ট্যুরিজম জনপ্রিয় করতে যাত্রা শুরু করেছে 'বাংলাদেশ অ্যাডভেঞ্চার ট্যুরিজম অ্যাসোসিয়েশন (বিএটিএ)।

গত শুক্রবার ঢাকা ক্লাবে এক আনুষ্ঠানিক বৈঠকে সংগঠনটির কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

ট্রিয়াবের ফাউন্ডার প্রেসিডেন্ট খবির উদ্দিন আহমেদ নতুন এ সংগঠনের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাবের সিইও মশিউর খন্দকার মহাসচিব নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত মহাসচিব বলেন, 'এ রকম একটা সংগঠন গঠন করা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে অ্যাডভেঞ্চার সংগঠনগুলোকে নিয়ে অ্যাডভেঞ্চার অ্যাসোসিয়েশন আছে। বাংলাদেশের সব অ্যাডভেঞ্চার সংগঠনগুলো নিয়ে আমরা "বিএটিএ" গঠন করতে পেরেছি।'

সংগঠনটি নিরাপদ অ্যাডভেঞ্চার পর্যটন, উন্নয়ন, প্রচার-প্রসার ও নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাজ করবে বলে জানান তিনি।

নবনির্বাচিত প্রেসিডেন্ট খবির উদ্দিন আহমেদ বলেন, 'অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে আমরা সবাই মিলে জনপ্রিয় করে তোলার প্রচেষ্টাই আজকের এই অ্যাডভেঞ্চার অ্যাসোসিয়েশন।'

 

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

20h ago