আপিল খারিজ, সাবেক এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেনের প্রার্থিতা বাতিল

গোলাম হোসেন। ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।

তার প্রার্থিতা বাতিলে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আপিলের ওপর কোনো রায় দেননি সুপ্রিম কোর্ট।

তিনি চাঁদপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন।

মনোনয়নপত্রসহ হলফনামার সঙ্গে জমা দেওয়া এক শতাংশ ভোটারের সইয়ে অনিয়মের অভিযোগে গোলাম হোসেনের প্রার্থিতা বাতিল করে ইসি।

এরপর ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিনি।

গত ২০ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি খারিজ করে দেন।

পরে গোলাম হোসেন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন।

আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারক বিচারপতি এম ইনায়েতুর রহিম আপিল শুনানির পর বলেন, 'নো অর্ডার।'

এর আগে বিচারপতি ইনায়েতুর রহিম তার চেম্বার কক্ষে চাঁদপুর-১ আসনের চার ভোটারের বক্তব্য শোনেন। সেখানে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

ইসির আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ এবং গোলাম হোসেনের আইনজীবী শাহ মঞ্জুরুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'সুপ্রিম কোর্টের আজকের আদেশের পর গোলাম হোসেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।'

Comments