এ বছর ক্যারিয়ারে অনেক প্রাপ্তি, কিন্তু মনটা ভালো নেই: তমা মীর্জা

তমা মীর্জা। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মীর্জার চলতি বছরটি বেশ ভালো কেটেছে। এ বছরের অন্যতম আলোচিত সিনেমা 'সুড়ঙ্গ'র নায়িকা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।  

এ বছর তার অভিনীত 'বুকের ভেতর আগুন' ও 'ফ্রাইডে' নামে দুইটি ওয়েব সিরিজ প্রচার হয়েছে, যা দর্শকরা ভালোভাবে গ্রহণ করেছেন।

তমা মীর্জা ও তার পোষা কুকুর হানি। ছবি: সংগৃহীত
তমা মীর্জা ও তার পোষা কুকুর হানি। ছবি: সংগৃহীত

পাশাপাশি অঞ্জন দত্তের পরিচালনায় একটি নতুন ওয়েব ফিল্মে অভিনয় করেছেন, যেটি মুক্তির অপেক্ষায় রয়েছে। সব মিলিয়ে এ বছর তার ক্যারিয়ারের জন্য ভালো কেটেছে।

তমা মীর্জা ও তার পোষা কুকুর হানি। ছবি: সংগৃহীত
তমা মীর্জা ও তার পোষা কুকুর হানি। ছবি: সংগৃহীত

তা সত্ত্বেও তিনি  বলেন, 'এ বছর ক্যারিয়ারে অনেক প্রাপ্তিযোগ হয়েছে, কিন্তু বছর শেষে মনটা ভালো নেই। সুড়ঙ্গ অনেক হিট একটি সিনেমা। এটার জন্য দারুণ প্রশংসা পেয়েছি। বুকের ভেতর আগুন এবং ফ্রাইডে ওয়েব সিরিজের জন্যও প্রশংসা পেয়েছি। তারপরও মনটা ভালো নেই ইদানিং'

তমা মীর্জা ও তার পোষা কুকুর হানি। ছবি: সংগৃহীত
তমা মীর্জা ও তার পোষা কুকুর হানি। ছবি: সংগৃহীত

বছর শেষে তমা মীর্জার মন খারাপ করার কারণ জানা গেল তার মুখ থেকেই। 

তিনি বলেন, 'হানি আমার ভীষণ প্রিয় ছিল। কয়েক দিন আগে সে মারা গেছে। হানির জন্য মনটা খুব খারাপ। কোনোভাবেই ওর মৃত্যুটা মেনে নিতে পারছি না।'

তমা মীর্জা ও তার পোষা কুকুর হানি। ছবি: সংগৃহীত
তমা মীর্জা ও তার পোষা কুকুর হানি। ছবি: সংগৃহীত

'হানি আমার কাছে দশ বছর ছিল। ওর ক্যান্সার হয়েছিল। এটা এক বছর আগে জানতে পারি। চিকিৎসা করিয়েছি। কিন্তু ওকে বাঁচানো গেল না', যোগ করেন তিনি।

পোষা কুকুর হানির বিষয়ে তমা মীর্জা আরও বলেন, 'আমি শুটিংয়ের জন্য বাইরে যাব, এটা সে বুঝতে পারত। মায়া করত খুব। আমিও মায়া করতাম। আবার বাসায় গিয়ে কলিং বেল টিপতেই দৌড়ে কাছে আসত। প্রচণ্ড ভালোবাসতাম তাকে।'

তমা মীর্জার পোষা কুকুর হানি। ছবি: সংগৃহীত
তমা মীর্জার পোষা কুকুর হানি। ছবি: সংগৃহীত

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'হানি মেয়ে ছিল। আমি যখন সাজতাম, ওকেও সাজিয়ে দিতাম। কপালে টিপ দেওয়া পছন্দ করত। প্রায়ই ওর কপালে টিপ পরিয়ে দিতাম। বুঝতাম খুশি হয়েছে।'

'এখন হানিকে ছাড়া বাসায় একা লাগে। ওর অভাবটা খুব অনুভব করছি। কি যে মায়া কাজ করছে। এটা কাউকে বুঝিয়ে বলতে পারব না', যোগ করেন তমা।

তমা মীর্জা ও তার পোষা কুকুর হানি। ছবি: সংগৃহীত
তমা মীর্জা ও তার পোষা কুকুর হানি। ছবি: সংগৃহীত

তিনি বলেন, 'হানিকে ছাড়া একা হয়ে গেলাম। বড্ড একা হয়ে গেলাম। কেননা, বাসার ফেরার পর ওর সঙ্গে দারুণ সময় কাটত। যোগ করেন তমা।'

নতুন কাজের বিষয়ে তিনি বলেন, 'নতুন কাজ অবশ্যই করব, কিন্তু কিছুদিন যাক। মনটা ভালো নেই। সত্যি কথা বলতে হানির মৃত্যুটা মেনে নিতে পারছি না।'

 

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

19h ago