যে গ্রামে ঘরে ঘরে গণকবর

১৯৭১ সালের শেষ দিকে নিশ্চিত পরাজয় জেনে সারাদেশে বেপরোয়া হত্যায় মেতে ওঠে পাকিস্তানি হানাদার বাহিনী। দেশ স্বাধীনের মাত্র কয়েকদিন আগে ১ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী তাদের দোসরদের সহায়তায় পাবনা শহরের কাছে নাজিরপুর গ্রামে অতর্কিত হামলা চালায়। হামলায় শহীদ হন প্রায় ৬৪ জন।

Comments

The Daily Star  | English

Severe gas crisis cripples port city life

Residents of Chattogram city’s Halishahar and Khulshi areas have been experiencing a severe gas crisis since yesterday after a pipeline of Karnaphuli Gas Distribution Company Limited (KGDCL) was severed accidentally during maintenance work .Petrobangla, on Thursday, issued a press release

16m ago