রাঙ্গামাটি

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার

ঊষাতন তালুকদার
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন ঊষাতন তালুকদার। ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সহ-সভাপতি ঊষাতন তালুকদার।

রাঙ্গামাটি ২৯৯ নম্বর সংসদীয় আসন থেকে তার প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল।

আজ শুক্রবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা  প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

ঊষাতন তালুকদার নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মনোনয়ন প্রত্যাহারের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে দলীয় সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাহার করেছি।'

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, 'তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন। তার আবেদন গ্রহণ করা হয়েছে।'

ঊষাতন তালুকদার ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ  নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী দীপংকর তালুকদারকে পরাজিত করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

Comments

The Daily Star  | English

Govt forms 11-member media reform commission

Senior journalist Kamal Ahmed to lead the commission

23m ago