ইসরায়েল ফুটবল দলের সঙ্গে চুক্তি বাড়াবে না পুমা

ইসরায়েল, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, ইসরায়েল-হামাস, ইসরায়েল ফুটবল টিম, পুমা,
রয়টার্স ফাইল ফটো

ইসরায়েলের জাতীয় ফুটবল দলের স্পন্সরশিপ চুক্তি শেষ করার সিদ্ধান্ত নিয়েছে পুমা।

আজ মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ৭ অক্টোবর হামাসের হামলার আগে প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্ত নিয়েছিল বলে রয়টার্সকে জানিয়েছেন পুমার এক মুখপাত্র।

ইমেইলে পাঠানো এক বিবৃতিতে তিনি রয়টার্সকে বলেন, 'নতুন স্বাক্ষরিত দুটি জাতীয় দলের তথ্য এ বছরের শেষ দিকে জানানো হবে। এছাড়া ২০২৪ সালে সার্বিয়া ও ইসরায়েলের মতো কয়েকটি দলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে।'

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে প্রথম এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

2h ago