বিএনপি ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: পররাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

বিএনপি ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি জানিয়েছেন, বিএনপির একাধিক নেতার সঙ্গে ইসরায়েলি এজেন্টদের বৈঠক হয়েছে এবং সেসব তথ্য-প্রমাণও রয়েছে।

বিএনপি ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে বলেও এ সময় মন্তব্য করেন হাছান মাহমুদ।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'বিএনপি-জামায়াত যারা মুসলমানদের ধর্মীয় অনুভূতি নিয়ে অপরাজনীতি চেষ্টা চালায়, তারা আজ পর্যন্ত ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরতার বিরুদ্ধে গণহত্যার বিরুদ্ধে, মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হওয়ার বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করে নাই।'

তিনি আরও বলেন, 'কারণ তারা মনে করে, কেউ অসন্তুষ্ট হতে পারে। সেই কারণে তারা ফিলিস্তিনের ভাই-বোনদের পাশে দাঁড়ায়নি, বরং এই গণহত্যার বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করে নাই।'

এটি হওয়াটি স্বাভাবিক ছিল মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, 'আমরা দেখেছি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রামের নেতা, তার সঙ্গে কীভাবে ইসরায়েলি এজেন্টদের মিটিং হয়েছে। তাদের অন্যান্য নেতাদের সঙ্গে অনেক আগেই ইসরায়েলি এজেন্টরা মিটিং করেছে। আর আমাদের দেশে কয়েকটা রাজনীতিবিদ আছে, যারা কোনো দল নাই—দলের চেয়ে ব্যক্তি বড়, শরীরের চেয়ে গাল বড়। এসব রাজনীতিবিদ, এদেরও কারও কারও সঙ্গে ইসরায়েলি এজেন্টদের বৈঠক হয়েছে। তারা আবার বিএনপির মিত্র।

'বিএনপি আজকে ফিলিস্তিনি মুক্তিকামী মানুষের পক্ষে না দাঁড়িয়েছে বরং ইসরায়েলি বাহিনীর দোসরে রূপান্তরিত হয়েছে, নেতানিয়াহুর দোসরে পরিণত হয়েছে। বিএনপি আজকে ইসরায়েলি লবির সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছে,' যোগ করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, 'গত নির্বাচনে তাদের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর এখন আন্তর্জাতিক ইসরায়েলি লবির সঙ্গে তারা যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছে—আমাদের কাছে তথ্য-প্রমাণ আছে। সুতরাং এদের মুখোশ উন্মোচন করতে হবে।'

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'কিছু ইসলামি দল আছে, আমরা দেখি কারণে ও অকারণে বায়তুল মুকাররমের সামনে সমাবেশ করে। আপনারা কোথায় এখন? আপনাদের কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? নির্বাচনের আগে সরকার নামানোর জন্য সকাল-বিকেল বায়তুল মুকাররমের সামনে যেতেন, প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করেছেন, ফিলিস্তিনি ভাই-বোনদের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে কোনো বড় সমাবেশ করতে তো দেখতে পেলাম না! এরা আসলে ইসলামপ্রেমী নয়, এরা হচ্ছে মুখোশধারী ধর্ম ব্যবসায়ী। সুতরাং এদেরও চিনে রাখুন। এদেরও মুখোশ উন্মোচন করতে হবে।'

Comments

The Daily Star  | English

Students suffer as NCTB fails to deliver books

Only 37% of 40.15cr textbooks distributed till first half of Jan

13h ago