জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদীর পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মাটি ধসে গুরুতর আহত হয়ে এক বালু শ্রমিক মারা গেছেন।
আজ রোববার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই শ্রমিককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সকাল ৯টার দিকে তিনি মারা যান।
মৃত শ্রমিক মানিক মিয়া (৫৭) উপজেলার লাখেরপাড় গ্রামের বাসিন্দা।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, 'একদল বালু শ্রমিক নদীর তীর থেকে বালু উত্তোলন করার সময় মাটির একটি অংশ তাদের ওপর ধসে পড়ে। অন্যরা এ সময় কোনোভাবে নিজেদের উদ্ধার করতে পারলেও মানিক মিয়া গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে মারা যান।'
মানিক মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বিকেল ৪টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি বলেও জানান ওসি।
Comments