বান্দরবানে বালুচাপায় উত্তোলন শ্রমিকের মৃত্যু

বান্দরবানে সদর উপজেলায় একটি খাল থেকে বালু উত্তোলন করতে গিয়ে বালুচাপা পড়ে জামাল হোসেন (৩২) নামে এক শ্রমিক মারা গেছেন।
স্টার ডিজিটাল গ্রাফিক্স

বান্দরবানে সদর উপজেলায় একটি খাল থেকে বালু উত্তোলন করতে গিয়ে বালুচাপা পড়ে জামাল হোসেন (৩২) নামে এক শ্রমিক মারা গেছেন।

গতকাল বুধবার দুপুর ৩টায় সুয়ালক ইউনিয়নের ধুল্যা খালে এ ঘটনা ঘটেছে।

মৃত জামাল হোসেন সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুল এলাকার মনু মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খাল থেকে বালু উত্তোলনের সময় খালের পাশে থাকা একটি জঙ্গলি গাছ ভেঙে স্তুপকৃত বালির ওপর পড়লে বালিচাপা পড়েন জামাল। এ ঘটনায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনাটি নিশ্চিত করেছেন 'বালু ইজারাদার' আরিফ ও মুবিনুল ইসলাম ঝিকু। আরিফ জানান, মৃত জামাল তার আত্মীয়।

সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা বলেন, 'ধুল্যা খাল থেকে বালু উত্তোলন করতে আমার ইউনিয়নের ভাগ্যকুল এলাকার একজন শ্রমিক বালুচাপায় মারা গেছেন।'

বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফখর উদ্দিন বলেন, 'বিভিন্ন মাধ্যম থেকে খবরটি পেয়েছি। খোঁজ নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানাতে পারব।'

বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল ইসলাম বলেন, 'মাটিচাপা পড়ে একজন শ্রমিক মারা যাওয়ার খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

Comments