ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব

আজ ঢাকাসহ সারাদেশে সারাদিন বৃষ্টির সম্ভাবনা

ঢাকায় বৃষ্টি,
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ঢাকায় বৃষ্টি। ৭ ডিসেম্বর ২০২৩। ছবি: স্টার

ভারতের অন্ধ্রপ্রদেশ ও এর আশেপাশের এলাকা থেকে ঘূর্ণিঝড় 'মিগজাউম' উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে নিম্নচাপ ও পরে লঘুচাপে পরিণত হয়েছে।

আজ বৃহস্পতিবার ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজধানী ঢাকাসহ সারা দেশে সারাদিন বৃষ্টির সম্ভাবনা আছে।

'গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে' উল্লেখ করে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন সকাল ৯টায় দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সারাদিন ঢাকাসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা আছে।'

আগামীকালও বৃষ্টির সম্ভবনা আছে তবে এরপর দিন থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে বলেও জানান তিনি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি বর্তমানে অন্ধ্রপ্রদেশের উত্তরে ও উড়িষ্যা রাজ্যের দক্ষিণে অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে গভীর সঞ্চালনশীল মেঘের সৃষ্টি হয়েছে।

এতে আরও বলা হয়েছে, আজ বৃহস্পতিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ ছাড়া, দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামীকাল শুক্রবার সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দেশে রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

54m ago