আফতাবনগরে কুকুর হত্যার অভিযোগে জিডি

কুকুর হত্যা
ছবি: সংগৃহীত

রাজধানীর আফতাবনগরে একটি কুকুরের মৃত্যুর ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

হত্যা সন্দেহে আজ বুধবার সকালে স্থানীয় রোমানা আফরোজ (৩০) এই জিডি করেন। তিনি কুকি নামের কুকুরটির দেখাশোনা করতেন।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন গাজী জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

জিডিতে রোমানা অভিযোগ করেন, এলাকার নিরাপত্তারক্ষীদের সঙ্গে বাকবিতণ্ডার কয়েক ঘণ্টা পর কুকুরটিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। কুকুরটিকে হত্যা করা হয়েছে বলে মনে করছেন তিনি।

রোমানা উল্লেখ করেন, তিনি এলাকার ১০টি কুকুরের দেখাশোনা করেন, নিয়মিত তাদের চিকিৎসার ব্যবস্থা করেন এবং খাওয়ান। কিন্তু এলাকার কিছু নিরাপত্তারক্ষী কোনো কারণ ছাড়াই প্রায়ই কুকুরগুলোকে লাঠি দিয়ে মারেন। তিনি এর প্রতিবাদ করলে নিরাপত্তারক্ষীরা কুকুরের ক্ষতি করা হবে তাকে হুমকি দেন।

আজ সকাল ৭টার দিকে রোমানা কুকুরগুলোকে খাওয়াতে গেলে তাদের মধ্যে একটিকে খুঁজে পাননি।

তিনি বলেন, 'আমি তখন নিরাপত্তারক্ষীদের কুকুরটির বিষয়ে জিজ্ঞাসা করি। তারা প্রথমে কিছু জানার কথা স্বীকার করছিল না। পরে তারা জানায়, কুকুরটি ট্রাকচাপায় মারা গেছে। খোঁজাখুঁজির পর, আমরা এলাকার এম ব্লকের পিছনে কুকুরের মৃতদেহ পাই। কুকুরটির শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন ছিল না। তার গলায় বেল্টও ছিল না।'

বাড্ডা থানার ওসি মোহাম্মদ ইয়াসিন গাজী দ্য ডেইলি স্টারকে বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Comments

The Daily Star  | English

July 6, 2024: 'Bangla Blockade' announced

Beyond Dhaka, protesters hold the streets with equal resolve

22h ago