কন্ট্রিবিউটর, দ্য ডেইলি স্টার
শুধু ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিলেই মেকআপ ত্বক থেকে ভালোভাবে তোলা হয়ে যায় না।
রাতে ঘুমের সময় শুধু শরীরই বিশ্রাম পায় না, ত্বকও বিশ্রাম নিয়ে থাকে।
সঠিক ফাউন্ডেশন বেছে নেওয়া একটি চ্যালেঞ্জের বিষয়।
মেকআপে হাইলাইটারের ব্যবহার ব্যক্তির সম্পূর্ণ লুকই বদলে দিতে পারে।
সঠিক পদ্ধতি বা ভালো মানের পণ্য ব্যবহার না করে মেকআপ করলে মেকআপ গলে যাওয়া, ঘামের সঙ্গে সরে যাওয়া, ছাই বর্ণের হয়ে যাওয়া বা ছোপ ছোপ হয়ে দলা পাকিয়ে যাওয়ার মত বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।
অনেকের ধারণা, কনট্যুরিং মানেই গাল চিকন করা, নাক সরু করা, থুতনি ও চোয়াল ফুটিয়ে তোলা। আসলে মোটেই তা নয়।
কেমন লেহেঙ্গা পরতে চান সিদ্ধান্ত নিতে না পারলে প্রয়োজনে ডিজাইনারের সঙ্গে আলোচনা করে নিতে পারেন।
রঙের ক্ষেত্রে এসেছে বেশ পরিবর্তন। কনেরা প্রাধান্য দিচ্ছেন সাদা, মিন্ট, হালকা গোলাপি, আইভরি, মিন্ট, ল্যাভেন্ডার ও গোল্ডেন রঙের মতো হালকা রংগুলোকে।
শুধু ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিলেই মেকআপ ত্বক থেকে ভালোভাবে তোলা হয়ে যায় না।
রাতে ঘুমের সময় শুধু শরীরই বিশ্রাম পায় না, ত্বকও বিশ্রাম নিয়ে থাকে।
সঠিক ফাউন্ডেশন বেছে নেওয়া একটি চ্যালেঞ্জের বিষয়।
মেকআপে হাইলাইটারের ব্যবহার ব্যক্তির সম্পূর্ণ লুকই বদলে দিতে পারে।
সঠিক পদ্ধতি বা ভালো মানের পণ্য ব্যবহার না করে মেকআপ করলে মেকআপ গলে যাওয়া, ঘামের সঙ্গে সরে যাওয়া, ছাই বর্ণের হয়ে যাওয়া বা ছোপ ছোপ হয়ে দলা পাকিয়ে যাওয়ার মত বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।
অনেকের ধারণা, কনট্যুরিং মানেই গাল চিকন করা, নাক সরু করা, থুতনি ও চোয়াল ফুটিয়ে তোলা। আসলে মোটেই তা নয়।
কেমন লেহেঙ্গা পরতে চান সিদ্ধান্ত নিতে না পারলে প্রয়োজনে ডিজাইনারের সঙ্গে আলোচনা করে নিতে পারেন।
রঙের ক্ষেত্রে এসেছে বেশ পরিবর্তন। কনেরা প্রাধান্য দিচ্ছেন সাদা, মিন্ট, হালকা গোলাপি, আইভরি, মিন্ট, ল্যাভেন্ডার ও গোল্ডেন রঙের মতো হালকা রংগুলোকে।
অনেকেই সঠিক নিয়মে ব্লাশ ব্যবহার করতে জানেন না। কেউ প্রয়োজনের অতিরিক্ত দিয়ে ফেলেন, আর কেউ বা এতই হালকা করে দেন যে ঠিকমতো বোঝা যায় না। অনেকে আবার চেহারার আকৃতি এবং শেড না বুঝেই ব্লাশ ব্যবহার করেন।
কোন গড়নে কোন হেয়ারকাট মানাবে তা অনেকেই জানেন না। অনেকে নিজের মুখের গড়নও বুঝতে পারেন না। এ কারণে পার্লার বা স্যালনে গিয়ে দ্বিধা-দ্বন্দ্বে পড়তে হয়।