মালয়েশিয়ায় ভবন ধসের ঘটনায় নিখোঁজ ৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে পেনাং রাজ্যে নির্মাণাধীন ভবন ধসের ঘটনায় নিখোঁজ ৪ বাংলাদেশি কর্মীর খোঁজ পাওয়া গেছে।
দুর্ঘটনার পর কাউকে কিছু না জানিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার অভিযোগে তাদের আটক করেছে মালয়েশিয়ান পুলিশ।
পেনাংয়ের ডেপুটি পুলিশ প্রধান দাতুক মোহাম্মদ ইউসুফ জান মোহাম্মদ সাংবাদিকদের বলেছেন, বুধবার বিকেল ৪টায় পেনাংয়ের বায়ান লেপাসে পুলিশ তাদের ট্র্যাক করতে সক্ষম হয়েছে।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, তারা ঘটনার সময় ঘটনাস্থলে ছিল, কিন্তু ঠিক পরেই পালিয়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটক বাংলাদেশিদের পরিচয় জানা যায়নি।
নিখোঁজ ৪ বাংলাদেশির খোঁজ পাওয়ায় বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস ও পুলিশ।
এদিকে মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে নিহত বাংলাদেশি শ্রমিকদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ হাইকমিশন।
হাইকমিশন নিহত বাংলাদেশি কর্মীদের মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর জন্য পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছে হাইকমিশন।
এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিহতদের মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায়েও কাজ করা হচ্ছে বলে জানিয়েছে হাইকমিশন।
Comments