গাজীপুরে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আব্দুস সুবাহান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

ট্রাকটির ড্রাইভার বশির মিয়া জানান, আজ দুপুর ২টার দিকে ধীরাশ্রম দক্ষিনখান এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথ সংলগ্ন রাবেয়া আনোয়ার নগর মাতৃসদনের সামনে ট্রাক থামিয়ে মালামাল ওঠানো জন্য পাশে একটি ভবনে যাই। এই সময়ে কে বা কারা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকের ইঞ্জিনসহ সামনের বেশিরভাগ অংশ পুড়ে যায়।

গাজীপুর ফায়ার সার্ভিস অফিসার রাকিবুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভায়।

তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

Comments