মৌলভীবাজার

বাসস্ট্যান্ডে পার্কিং করা বাসে আগুন, কারণ নিয়ে ধোঁয়াশা

বাসে আগুন
মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট বাসস্ট্যান্ডে আগুনে পুড়ে যাওয়া বাস। ছবি: স্টার

মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট বাসস্ট্যান্ডে পার্কিং করা একটি বাস আগুনে পুড়ে গিয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস বলছে, মশার কয়েল থেকে আগুন লেগে থাকতে পারে।

বাসচালক ও মালিক হেলাল মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল বিকেল ৫টার দিকে প্রতিদিনের মতো বাস রেখে বাড়ি চলে আসি। রাত সাড়ে ১১টায় শুনতে পাই বাসে আগুন লেগেছে। রওয়ানা দিয়ে ভোররাত দেড়টার দিকে সেখানে গিয়ে দেখি গাড়ির অনেক কিছু পুড়ে গেছে।

তিনি আরও বলেন, 'আমি নিজেই ড্রাইভার। ছয় বছর আগে কিস্তিতে গাড়িটি কিনি। এর পিছনে প্রায় ২৫ লাখ টাকা খরচ করেছি। সব শেষ হয়ে গেল।'

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা যীশু তালুকদার ডেইলি স্টারকে জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়ির পিছনের অংশ পুড়ে গেছে।'

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, 'গাড়ির ভেতরে কয়েল জ্বালিয়ে হেলপার ঘুমাচ্ছিল। ধারণা করা হচ্ছে সেখান থেকে আগুন লেগেছে।'

তবে হেলাল মিয়া হেলপার রেজুর বরাত দিয়ে বলেন, 'রেজু প্রথমে দোকানে টিভি দেখছিল। পরে সে দোকান থেকে কয়েল কিনে আসার সময় দেখে গাড়ির ভেতরে আগুন জ্বলছে। সে তখনই চিৎকার দিয়ে সবাইকে জানায়।'

মৌলভীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হুমায়ুন কবির ডেইলি স্টারকে বলেন, 'বাসে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।'

Comments

The Daily Star  | English

Jatrabari turns into battlefield as students clash

Students of three colleges clashed at Dhaka's Jatrabari today, turning the area into a battlefield

41m ago