চট্টগ্রামে টেম্পোতে ট্রেনের ইঞ্জিনের ধাক্কা, আহত ৬
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বেঙ্গুরা রেলস্টেশনের কাছের রেলক্রসিংয়ে বাংলাদেশ রেলওয়ের ট্রায়াল ট্রেনের ইঞ্জিনের সঙ্গে একটি টেম্পোর ধাক্কা লাগে। এতে ছয়জন আহত হয়েছেন।
আজ সোমবার বিকেলে সরোয়াতলী গ্রামের একটি অননুমোদিত রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্ঘটনায় গুরুতর আহত টেম্পোচালক আবু তাহের ও যাত্রী মো. জামালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসাব উদ্দিন বলেন, চট্টগ্রাম রেলস্টেশন থেকে একটি ট্রায়াল ট্রেন বিকেলে কক্সবাজারের দিকে যাচ্ছিল। ট্রেনটি সরোয়াতলী এলাকায় একটি টেম্পো সেখানকার 'অননুমোদিত' রেলক্রসিং পার হওয়ার সময় ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লাগে। এতে টেম্পোটি রাস্তা থেকে ছিটকে পড়ে উল্টে যায়। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই এলাকায় অননুমোদিত রেলক্রসিং বিষয়ে মন্তব্যের জন্য রেলওয়ের কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা যায়নি এবং ওসিও এ বিষয়ে কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি।
Comments