উত্তরা ও সিলেটে ২ বাসে আগুন

উত্তরা ও সিলেটে ২ বাসে আগুন
উত্তরার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে বিআরটিসির দ্বিতল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা এবং সিলেটের জালালাবাদে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে উত্তরার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা জীবন মিয়া জানান, তাদের টিম ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা বাসের আগুন নিভিয়ে ফেলে।

অপরদিকে, সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে সিলেটের জালালাবাদে একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয় বলে জানান জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।

তিনি বলেন, 'জালালাবাদের কুমারগাঁও বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসের জানালার কাঁচ ভেঙে পেট্রল ঢেলে দুর্বৃত্তরা আগুন দেয়।' 

পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ বাসের আগুন নেভাতে সক্ষম হয়।

ওসি জানান, তারা ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন এবং অপরাধীদের আটকের চেষ্টা করছেন।

উভয় ঘটনায় কেউ হতাহত হননি।

Comments