উত্তরায় ‘পরিস্থান’ বাসে আগুন

বাসে আগুন
প্রতীকী ছবি।

রাজধানীর উত্তরার আজমপুরে পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ সকাল ৭টার দিকে যাত্রীবাহী বাসটিতে আগুন দেওয়া হয়।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট সকাল সাড়ে ৭টার আগুন নিভিয়ে ফেলে।

এ ঘটনায় কেউ আহত নননি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা তিন দিনের অবরোধের তৃতীয় দিনে আজ রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার এই ঘটনা ঘটলো।

গতকাল অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে কমপক্ষে চারটি বাস পোড়ানো হয়।

Comments