৩৯ ফিলিস্তিনি নারী-শিশু বন্দিকে মুক্তি দিলো ইসরায়েল

ফিলিস্তিনি বন্দিদের মুক্তির খবরে রাফাহ সীমান্তে ভিড় করেছে মানুষ। ছবি: রয়টার্স

চার দিনের যুদ্ধবিরতি চুক্তির ফলে ৩৯ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

আল-জাজিরা জানায়, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বিষয়টি নিশ্চিত করেছেন।

এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি জানান, ইসরায়েলি কারাগারে বন্দি থাকা ৩৯ ফিলিস্তিনি নারী ও শিশু প্রাথমিকভাবে মুক্তি পেয়েছে।

 

Comments

The Daily Star  | English

Over 102,000 annual deaths in Bangladesh linked to air pollution

Study also finds air pollution behind 266 million sick days every year hurting the economy

34m ago