ডেমরায় বাসের ধাক্কায় লেগুনার ৩ যাত্রী নিহত

দুর্ঘটনাকবলিত লেগুনা। ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরায় একটি বাসের ধাক্কায় লেগুনায় থাকা তিন যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে ডেমরা বাঁশেরপুল ও বামৈল এলাকার মাঝামাঝি জায়গায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডেমরা জোনের সহকারী কমিশনার (এসি) মধুসূদন দাস।

তিনি জানান, সকাল ১০টা ২০ মিনিটের দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ বর্তমানে ঘটনাস্থলে আছে।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, সকালে ডেমরা স্টাফ রোডে বার্জার পেইন্টের সামনে রাস্তায় একটি বাস লেগুনাকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পরপরই চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত আরও তিনজন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরও জানান, বাসটি জব্দ করা হয়েছে এবং দুমড়েমুচড়ে যাওয়া লেগুনাটি পুলিশ হেফাজতে আছে।

নিহতদের মধ্যে আছেন ৫০ বছর বয়সী এক নারী, ১৭ বছর বয়সী কিশোরী ও ৩৬ বছর বয়সী যুবক।

আহতদের মধ্যে দুইজন হলেন—শামীম (৩৭) ও মইনুদ্দিন (৩৬)। অপরজন অজ্ঞাতপরিচয়ের ৩০ বছর বয়সী এক তরুণ।

আহত মইনুদ্দিন জানান, তিনি গাজীপুরের টঙ্গীতে থাকেন। উত্তরা ১০ নম্বর সেক্টরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। সকালে অফিসের কাজে বের হয়েছিলেন। ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে লেগুনাটিতে উঠেছিলেন তিনি। নামার কথা ছিল ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে। পথে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তার কিছুই তিনি মনে করতে পারছেন না।

Comments

The Daily Star  | English

Admin officers protest plan for more non-admin deputy secretaries

Non-admin officers announce strike tomorrow, demanding exam-based promotions

1h ago