ফিলিস্তিনিদের ৮৬০টি মানবিক ভিসা দিয়েছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া ফিলিস্তিনিদের ৮৬০টি অস্থায়ী মানবিক ভিসা দিয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া ফিলিস্তিনিদের ৮৬০টি অস্থায়ী মানবিক ভিসা দিয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।

আজ বুধবার অ্যাডিলেডে পেনি ওং সাংবাদিকদের বলেন, 'উপযুক্ত নিরাপত্তা পরীক্ষা' করে ভিসাগুলো ৭ অক্টোবর থেকে ২০ নভেম্বরের মধ্যে ইস্যু করা হয়েছিল।

পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার মধ্যে ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের নিরাপদে ও সমৃদ্ধভাবে বসবাস এবং দুই-রাষ্ট্রের ভিত্তিতে সংকট সমাধানের জন্য অস্ট্রেলিয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

ওং বলেন, 'অস্ট্রেলিয়া ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করেনি।'

তিনি জানান যে, অস্ট্রেলিয়ান, স্থায়ী বাসিন্দা এবং তাদের পরিবারসহ ৬৭ জন মিশরের রাফাহ সীমান্ত দিয়ে গাজা থেকে নিরাপদে বেরিয়ে এসেছেন।

এ পর্যন্ত মোট ১২৭ জন অস্ট্রেলিয়ান, স্থায়ী বাসিন্দা এবং তাদের পরিবার অবরুদ্ধ এলাকা ছেড়েছেন।

ইতোমধ্যে চার দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। তিনি এই অগ্রগতির প্রশংসা করেন বলে জানান ওং।

তিনি বলেন, 'এটি একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ। তবে আমাদের শেষ পর্যন্ত যে কাজ করতে হবে তা হলো- একটি দীর্ঘমেয়াদী স্থায়ী শান্তি প্রতিষ্ঠা।' 

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়াপ্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English

Iranian President Raisi feared dead as helicopter wreckage found

Iran's state television said Monday there was "no sign" of life among passengers of the helicopter which was carrying President Ebrahim Raisi and other officials

44m ago