মানিকগঞ্জে মহিলা দলের মিছিলে পুলিশের বাধা
নির্বাচন তফসিল বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন, আজ সকালে মানিকগঞ্জে মহিলা দলের নেতা-কর্মীরা মিছিল বের করলে তাতে বাধা দেয় পুলিশ।
সকাল ৭টার দিকে সড়ক ও জনপথ বিভাগের সামনে শহীদ স্মরণী সড়কে মিছিল বের করে জেলা মহিলা দল।
জেলা মহিলা দলের সভাপতি ও মানিকগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সাবিহা হাবিবের নেতৃত্বে বের হওয়া মিছিল মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের দিকে এগিয়ে গেলে পুলিশ বাধা দেয়। পরে, বাধ্য হয়ে তারা ফিরে যায়।
গণতান্ত্রিক দেশে শান্তপূর্ণ মিছিল করার অধিকার আছে উল্লেখ করে এই মিছিলে পুলিশ বাধা দেওয়ায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান মহিলা দলের নেতা-কর্মীরা।
সাবিহা হাবিব বলেন, 'আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। আমরা এই ফ্যাসিবাদী অবৈধ সরকারের পদত্যাগের একদফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব।'
এদিকে সকালে মানিকগঞ্জ জেলা শহরের দুধবাজার, হরিরামপুর উপজেলা এবং সদর উপজেলায় আলাদা আলাদা মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
ঢাকা-মানিকগঞ্জ, সাটুরিয়া-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে রাস্তায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে তারা।
এসময় মহাসড়কে স্থানীয় কিছু বাস চললেও দূরপাল্লার পরিবহন চলাচল করতে দেখা যায়নি।
Comments