মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-সিলেটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের কাছে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় আপ লাইনে (ঢাকা অভিমুখে) ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে চট্টগ্রাম ও সিলেট রুটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন আউটার এলাকায় লাইনচ্যুতির এ ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন স্টেশনে কর্তব্যরত সহকারী স্টেশন মাস্টার শাকির জাহান।

তিনি জানান, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ৬০৭ নম্বর কনটেইনার ট্রেনটি রাতে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে অবস্থান করে। সকালে এটি সেখান থেকে ছেড়ে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন অতিক্রম করে ঢাকার দিকে যাওয়ার পথে তিন নম্বর লাইনে পেছন দিকের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনের একেবারে পেছন দিকের গার্ড ব্রেকের লাগোয়া বগিটি লাইনচ্যুত হয়। ফলে চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালী থেকে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সহকারী স্টেশন মাস্টার আরও জানান, লাইনচ্যুতির কারণে রেললাইনের পাত বাঁকা হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্ঘটনাকবলিত বগি উদ্ধারে রিলিফ ট্রেন আসার জন্য আখাউড়া রেলওয়ে জংশনে খবর দেওয়া হয়েছে।

Comments