আল-শিফা হাসপাতালের গণকবর থেকে শতাধিক মরদেহ তুলে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

শনিবার স্যাটেলাইট থেকে ধারণকৃত আল-শিফা হাসপাতাল ও আশপাশের এলাকা। ছবি: ম্যাক্সার স্যাটেলাইট ও এপির সৌজন্যে

আল-শিফা হাসপাতাল প্রাঙ্গণে গণকবর থেকে ইসরায়েলি বাহিনী শতাধিক মরদেহ তুলে নিয়ে গেছে বলে জানিয়েছেন গাজার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক ইসমাইল থাওয়াবতা।

আজ শনিবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসমাইল থাওয়াবতা বলেন, 'ইসরায়েলি বাহিনী আল-শিফা হাসপাতালের ভেতর মরদেহ দাফন করতে নিষেধ করেছিল। সেজন্য হাসপাতালে অনেক মরদেহ জমে যায়। কয়েকদিন আগে কর্তৃপক্ষ হাসপাতাল প্রাঙ্গণে গণকবর খুঁড়ে সেগুলো দাফন করতে বাধ্য হয়। তবে আজ সকালে ইসরায়েলি বাহিনী বুলডোজার নিয়ে এসে গণকবর খুঁড়ে শতাধিক মরদেহ নিয়ে গেছে।'

ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ, জাতিগত নিধন ও মানবতার বিরুদ্ধে অপরাধ করছে বলে জানিয়েছেন হামাসের পলিটিক্যাল ব্যুরো সদস্য বাসেম নাইম।

তিনি বলেন, 'ইসরায়েল স্কুল, হাসপাতাল, বাড়ি-ঘর ও আশ্রয়কেন্দ্রসহ সর্বত্র বোমাবর্ষণ করছে।'

Comments

The Daily Star  | English
Tariffs

Economic lessons from the tariff war

Our understanding of tariffs might not be complete.

9h ago