হবিগঞ্জে বিএনপির ৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা, অজ্ঞাত আসামি ৪০

হবিগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় গাড়ি ভাঙচুর করা হয়। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গত বুধবার হবিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আজ শুক্রবার মামলা করেছে পুলিশ।

হবিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বদিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'বিএনপি নেতাকর্মীরা সেদিন শহরে ৩-৪টি গাড়ি ভাঙচুর করে ও পুলিশের ওপর হামলা চালায়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।'

এ ঘটনায় শুক্রবার সকালে জেলা বিএনপির ৪৭ নেতার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান তিনি।

তিনি জানান, উপপরিদর্শক হেমায়েত উল্লাহ মামলার বাদী। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের টাউন হল রোডে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'বিএনপির কর্মীরা শহরে নাশকতার চেষ্টা করলে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে কোনো টিয়ারশেল অথবা ফাঁকা গুলি ছোড়া হয়নি।'

Comments