১৫৭ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন-উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭টি প্রকল্পের ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৯৭ হাজার ৪৭১ কোটি টাকা।

দ্য ডেইলি স্টার এ পর্যন্ত ৬টি মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পের তথ্য পেয়েছে। প্রকল্পগুলোর মধ্যে ১৫টি প্রকল্প নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা বাস্তবায়ন করছে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে পূর্বাচল এক্সপ্রেসওয়েসহ ১৫টি প্রকল্পের উদ্বোধন করবেন।

তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ৪টি প্রকল্পের উদ্বোধন করবেন। ৪টি প্রকল্পের একটির অধীনে, সারা দেশে ২০২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ভবন নির্মাণ হবে।

তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্পের অধীনে চারটি ডে কেয়ার সেন্টারেরও উদ্বোধন করবেন। তিনি মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জে দুটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রও খুলবেন, যেগুলো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত ১ হাজার ২৫৯টি ভবনও উদ্বোধনের জন্য নির্ধারণ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Yunus urges Pakistan PM to settle issues of 1971

The two leaders also expressed their desire to extend cooperation in new areas

27m ago