আজ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক

বেনাপোল বন্দর
বেনাপোল বন্দর। ছবি: সংগৃহীত

শ্যামাপূজা ও দীপাবলি উপলক্ষে আজ সোমবার দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ আছে।

তবে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের কার্যক্রম স্বাভাবিক আছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্বাভাবিক নিয়মে বন্দর থেকে পণ্য উঠা-নামা ও ডেলিভারি হচ্ছে।

একই সঙ্গে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপারও স্বাভাবিক আছে।

আজ বন্ধ থাকায় দুই দেশের বন্দর এলাকায় কয়েক হাজার পণ্য বোঝাই ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

আগামীকাল মঙ্গলবার সকালে আবার আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিম দ্য ডেইল স্টারকে বলেন, 'ভারতে কালীপূজা ও দীপাবলি উপলক্ষে আজ পণ্য আমদানি-রপ্তানি হবে না। তবে বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম চালু আছে।'

সরকারের একদিনের আমদানি-রপ্তানি বন্ধে ২০ কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হতে হয়।

সূত্র জানায়, ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত যাওয়ার জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা আছে।

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

17m ago