আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

শেখ মেহেদীকে মনে ধরেছে ভেট্টোরির

করোনা পূর্ববর্তী সময়ে বাংলাদেশের স্পিন পরামর্শক হিসেবে কাজ করেন ভেট্টোরি। দুই মেহেদীকেই তাই তার ভালোই চেনা আছে।

পুনে থেকে

শেখ মেহেদীকে মনে ধরেছে ভেট্টোরির

shak mahedi hasan & Daniel Vettori

বিশ্বকাপে এবার স্পিনাররা বড় প্রভাবক হতে পারছেন না। উইকেট ব্যাটিং বান্ধব আর রাতের আলোয় শিশিরের কারণে স্পিন বল সামলানো হচ্ছে সহজ। তবে শনিবার বাংলাদেশের বিপক্ষে দিনের ম্যাচে ভিন্ন কন্ডিশন দেখছেন অস্ট্রেলিয়ার স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি। স্পিনারদের সম্ভাবনার বিচারে তিনি আলাদা করে নাম করেছেন বাংলাদেশের দুই অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ ও শেখ মেহেদীর। এরমধ্যে শেখ মেহেদীকেও বেশি মনে ধরেছে তার।

করোনা পূর্ববর্তী সময়ে বাংলাদেশের স্পিন পরামর্শক হিসেবে কাজ করেন ভেট্টোরি। দুই মেহেদীকেই তাই তার ভালোই চেনা আছে। অজিদের  বিপক্ষে শনিবার বাংলাদেশ দুজন অফ স্পিনার নিয়ে নামবে এমনটা ধারণা করছেন সাবেক কিউই স্পিনার,  'আমরা আশা করছি কাল দুই মেহেদীই খেলবে।'

সংবাদ সম্মেলনে এরপরই শেখ মেহেদীর প্রতি নিজের মুগ্ধতা জানালেন তিনি,  (শেখ) মেহেদি হাসান আমার প্রিয় একজন ক্রিকেটার। ওই ছোটজন, বড় মেহেদী (মিরাজ) না। আমি মনে করি সে দুর্দান্ত এক বোলার। দুজনেই দারুণ বোলার। তারা যদি সুযোগ পায় আমরা জানি কতটা প্রভাব বিস্তারি হতে পারে। বিশেষ করে দিনের ম্যাচে টস বড় ফ্যাক্টর হবে না। উইকেট কিছুটা শ্লথ হতে পারে, আমরা স্পিন আশা করছি শেষ দিকে।' 

দুই মেহেদী থাকলেও অধিনায়ক সাকিব আল হাসানকে এই ম্যাচে পাচ্ছে না বাংলাদেশ। আঙুলের চোটে তিনি ফিরে গিয়েছেন দেশে। সাকিব না থাকলেও মুশফিক-মাহমুদউল্লাহ বাংলাদেশকে বড় ভরসা দিতে পারেন বলে মত ভেট্টোরির, 'সাকিব না থাকা অবশ্যই বড় ফ্যাক্টর। কিন্তু মুশফিকুর ও মাহমুদউল্লাহ আছে। তারা অভিজ্ঞ, বিশ্বকাপে অনেক রান আছে'

শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার লড়াই। এই ম্যাচ দিয়েই বিশ্বকাপ শেষ করবে বাংলাদেশ। সেমি-ফাইনাল নিশ্চিত করা অজিদের জন্য গ্রুপ পর্বে এটাই শেষ ম্যাচ। বিশ্বকাপের সমীকরণ না থাকায় ম্যাচটি অনেকটা নিয়মরক্ষার।

Comments

The Daily Star  | English

‘No room for politics under AL name, ideology’

Nahid Islam, adviser to the interim government, spoke with The Daily Star on the nation's key challenges and the way forward.

14h ago