‘দেশের মানুষ অপেক্ষায় আছে, কবে ভোট কবে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে’

স্বরাষ্ট্রমন্ত্রী
বৃহস্পতিবার নাটোরে উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের মানুষ অপেক্ষায় আছে, কবে ভোট হবে, কবে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।

আজ বৃহস্পতিবার নাটোর শহরে উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'কোনো বিদেশি শক্তির ভরসায় আওয়ামী লীগ চলে না। দেশের মানুষ অপেক্ষায় আছে কবে ভোট হবে কবে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। সময়মতোই নির্বাচন হবে, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে।' 

মন্ত্রী আসাদুজ্জামান খান আরও বলেন, 'বিএনপি নৈরাজ্য করে পুলিশের ওপর হামলা করে ক্ষমা না চেয়ে অবরোধ দিয়েছে। দেশের মানুষ তাদের অবরোধ মানেনি। বিএনপির যেমন হরতাল করার অধিকার আছে, জনগণেরও অধিকার আছে হরতাল না মানার।'

এ সময় তিনি বলেন, 'শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা, নৌকার বিকল্প নৌকা।'

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, 'নির্বাচন সময়মতোই হবে এবং শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হবেন। ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় বিশ্বের সবার আগে একমাত্র শেখ হাসিনা শোক জানিয়েছেন। বিএনপি তাদের প্রভুদের ভয়ে চাপ ছিল।'

শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন নাটোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনু আহমেদ। সমাবেশে নাটোরের তিন সংসদ সদস্য উপস্থিত থাকলেও, ছিলেন না আইসিটি প্রতিমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের নেতারা।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

1h ago