হরতাল-অবরোধ

দেশে ১৩ দিনে ৯২ গাড়িতে আগুন, ২০০ ভাঙচুর: পরিবহন মালিক সমিতি

২৮ অক্টোবর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে বাসে আগুন দেওয়া হয়। ছবি: তুহিন শুভ্র অধিকারী/স্টার

বিএনপি ও জামায়াতে ইসলামীর হরতাল, অবরোধে গত ১৩ দিনে ৯২টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবহন মালিকরা।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশের দিন থেকে শুরু করে আজ বৃহস্পতিবার পর্যন্ত ১৩ দিনে ২০০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও দাবি করেছেন তারা।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করেছেন।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরে পুলিশ নয়াপল্টনে মহাসমাবেশস্থলে অভিযান চালিয়ে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

এ ঘটনার পর বিএনপি পরদিন হরতালের ডাক দেয় ও তিন দফায় ৭ দিন অবরোধ কর্মসূচি পালন করে।

২৮ অক্টোবর সমাবেশের দিন এবং হরতাল ও অবরোধে সারাদেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। 

অবরোধ উপেক্ষা করে যানবাহন চালানোর জন্য পরিবহন শ্রমিকদের অভিনন্দন জানিয়েছে সমিতি।

Comments

The Daily Star  | English
health reform

Priorities for Bangladesh’s health sector

Crucial steps are needed in the health sector for lasting change.

17h ago