‘শ্যামাকাব্য’ দেখার অপেক্ষায় সুবর্ণা মুস্তাফা

সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ। ছবি: সংগৃহীত

সুবর্ণা মুস্তাফা প্রযোজিত ও বদরুল আনাম সৌদ পরিচালিত সিনেমা 'শ্যামাকাব্য' মুক্তি পেতে যাচ্ছে ২৪ নভেম্বর। একঝাঁক তারকাশিল্পী নিয়ে তৈরি এই সিনেমাটি নিয়ে কথা বলেছেন প্রযোজক সুবর্ণা মুস্তাফা।

পরিচালকের বিষয়ে সুবর্ণা মুস্তাফা বলেন, 'বদরুল আনাম সৌদের প্রতি আমার আস্থা আছে। নির্মাতা হিসেবে তার নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে।'

তিনি বলেন, 'শ্যামাকাব্য সিনেমাটি দেখার অপেক্ষায় আছি। আশা করছি দর্শকরাও ভালো একটি সিনেমার পাশে থাকবেন। চলচ্চিত্র শিল্পকে ভালোবাসবেন'

তিনি আরও বলেন, 'বৈশ্বিক মহামারির কারণে দুই বছর কোনো কাজ করা যায়নি সেভাবে। তারপর নতুন করে, নতুন স্বপ্ন নিয়ে কাজ শুরু হয়েছে। সৌদ যে সুনাম অর্জন করেছে এবং তার নির্মাণ দিয়ে, মেধা দিয়ে ও ভালোবাসা দিয়ে যেভাবে কাজটি করেছে, আশা করছি শ্যামাকাব্য দেখে সবাই সেটা অনুভব করবেন।'

শুটিংয়ের বিষয়ে তিনি বলেন, '২৪-২৫ দিন ধরে শুটিং হয়েছে টাঙ্গাইল, সুন্দরবনসহ নানা জায়গায় শুটিং হয়েছে। টাঙ্গাইলের পাকুটিয়ার গ্রামবাসী, ওই আসনের সংসদ সদস্য, শিক্ষার্থীসহ সবাই ভীষণ সহযোগিতা করেছেন।'

'শ্যামাকাব্য' সিনেমার সবার প্রতি ভালোবাসা জানিয়ে সুবর্ণা মুস্তাফা বলেন, 'বাপ্পা মজুমদারের কথা বলতেই হয়। বাপ্পা জাত শিল্পী। শিল্পের জন্য সবসময় পাশে দাঁড়ায়। ইমন সাহার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা। শিল্প নির্দেশক উত্তম গুহ সম্পর্কে বলতেই হয়, তার হাতে জাদু আছে।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'যারা গান করেছেন, যারা সংগীত পরিচালনা করেছেন, যারা অভিনয় করেছেন, সবাই যার যার জায়গা থেকে সেরাটা করেছেন। শ্যামাকাব্য সিনেমায় জমজমাট একটা ইউনিট ছিল।'

চলচ্চিত্র প্রযোজকদের উদ্দেশ্যে তিনি বলেন, 'ভালো চলচ্চিত্রের পৃষ্ঠপোষকতা করবেন। এটা খুব প্রয়োজন। তাহলেই নান্দনিক ও ভালো সিনেমা আসবে।'

Comments