‘সিনেমা দেখে একজন বলেছেন, মিশা সওদাগরের জায়গাটা কি তুমি নিতে চাও?’

সাজু খাদেম। ছবি: সংগৃহীত

সাজু খাদেম দুই যুগ ধরে মঞ্চ, টিভি নাটক ও সিনেমায় অভিনয় করছেন, পেয়েছেন দর্শকপ্রিয়তা। অভিনয় ছাড়া উপস্থাপনাও করেন। এখানেও তিনি বেশ জনপ্রিয়তা পেয়েছেন।

এবার তার অভিনীত নতুন সিনেমা 'শ্যামাকাব্য' মুক্তি পেয়েছে। বদরুল আনাম সৌদ পরিচালিত এই সিনেমায় তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন।

'নেতিবাচক চরিত্রে অভিনয় করতে কেমন লাগে?' এই প্রশ্নের জবাবে সাজু খাদেম বলেন, 'যে কোনো চরিত্রে অভিনয় করতেই পছন্দ করি। হোক নেগেটিভ কিংবা পজেটিভ। তবে নেগেটিভ চরিত্রে অভিনয় করতে অন্যরকম ভালোলাগা কাজ করে।'

নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমা শ্যামাকাব্য সম্পর্কে সাজু খাদেম বলেন, 'এই সিনেমাটি যারা দেখেছেন, আমার অভিনয়ের প্রশংসা করেছেন। একজন আমাকে বলেছেন, মিশা সওদাগরের জায়গাটা কি তুমি নিতে চাও? আমি বলেছি, কারো জায়গা নিতে চাই না, আমার মতো করে অভিনয় করে যাই।'

গত বছর মুক্তিপ্রাপ্ত ১৯৭১ সেইসব দিন সিনেমায় সাজু খাদেম নেতিবাচক চরিত্রে অভিনয় করে সব শ্রেণির দর্শকদের প্রশংসা  কুড়িয়েছেন।

সাজু খাদেম বলেন, 'হৃদি হক পরিচালিত ১৯৭১ সেইসব দিন সিনেমায় একজন রাজাকারের চরিত্রে অভিনয় করে অনেক প্রশংসা পেয়েছি। অবশ্য বকাও খেয়েছি। বকা খাওয়াটাও একজন অভিনেতার পুরস্কার।'

'কোন ধরনের চরিত্র আপনাকে টানে?' এই প্রশ্নের জবাবে তিনি বলেন, 'নির্দিষ্ট  কোনো চরিত্র নয়। নেগেটিভ চরিত্র যেমন পছন্দ করি, পজেটিভ চরিত্রও পছন্দ করি । আমি একজন অভিনেতা, অভিনয় ভালোবাসি। অভিনয় করা যায়, চ্যালেঞ্জ নেওয়া যায়, এমন চরিত্রই আমাকে টানে। সবচেয়ে বড় কথা হচ্ছে চরিত্রের মধ্যে ভিন্নতা থাকতে হবে।'

'ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত এক ধরনের চরিত্রে কখনো অভিনয় করিনি। সবসময় ভিন্ন ভিন্ন চরিত্র করেছি। মানুষের ভালোবাসাটাও পেয়েছি এসব চরিত্র করে', যোগ করেন সাজু খাদেম।

এর আগে অরণ্য আনোয়ার পরিচালিত মা সিনেমায় সাজু খাদেম নেগেটিভ চরিত্রে অভিনয় করেন। এই সিনেমায় অভিনয় করেও সবার প্রশংসা অর্জন করেন তিনি।

সবশেষ মুক্তিপ্রাপ্ত শ্যামাকাব্য সিনেমার পরিচালক বদরুল আনাম সৌদ সম্পর্কে সাজু খাদেম বলেন, 'সৌদ একজন অসাধারণ পরিচালক। তার গল্প বলার ধরন এবং নির্মাণশৈলী অন্যরকম। তার সঙ্গে অনেক কাজ করেছি। শ্যামাকাব্য অনেক ভালো গল্পের সিনেমা, যেখানে সৌদ তার কাজ দেখাতে পেরেছেন।'

বর্তমানে নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাজু খাদেম। ফুলবাহার নামে নতুন একটি দীর্ঘ ধারাবাহিক নাটকের শুটিং করছেন।

 ফুলবাহার সম্পর্কে  তিনি বলেন, 'এই নাটকে আমি দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ। দর্শকরা আমাকে নতুনভাবে দেখতে পারবেন।'

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

4h ago