কাল ঢাকায় গান গাইবেন নচিকেতা

নচিকেতা চক্রবর্তী। ছবি: সংগৃহীত

জীবনমুখী গানের কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তী তিন দশকের বেশি সময় ধরে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছেন। আগামীকাল শুক্রবার তিনি ঢাকায় গান গাইতে আসবেন।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে 'নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার' শীর্ষক কনসার্টে নচিকেতা গান গাইবেন।

নচিকেতার প্রথম আ্যলবাম 'এই বেশ ভালো আছি' ১৯৯৩ সালে প্রকাশ পায়। তারপর ৩০ বছর ধরে বাংলা গানের শ্রোতাদের মোহিত করে রেখেছেন তিনি। নানান ধরনের গান করলেও জীবনমুখী গানের জন্য সবচেয়ে বেশি পরিচিত নচিকেতা।

ছবি: সংগৃহীত

ইতোমধ্যে কলকাতায় 'তিরিশে নচিকেতা' এই আয়োজন উদযাপিত হয়েছে। তারই ধারাবাহিকতায় ঢাকায় শিল্পীর অনুরাগীদের জন্য এই আয়োজন।

নচিকেতা চক্রবর্তী বলেন, 'আমি বাংলায় গান করি। আমার শ্রোতা কলকাতায় যতটা, ঢাকায়ও ততটাই। আমার সংগীতজীবনের ৩০ বছর পূর্তির আয়োজন তাই ঢাকায় না হলে অপূর্ণ থেকে যায়। জয় শাহরিয়ার আমার স্নেহভাজন। তার আয়োজনেই আসছি ঢাকার শ্রোতাদের গান শোনাতে। আশা করি একটা দারুণ সন্ধ্যা কাটবে।'

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

20h ago