আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

লাবুশেন আউট হতেই উৎসব শুরু করে দিয়েছিল আফগানরা

দলীয় ৬৯ রানে পঞ্চম ব্যাটার হিসেবে আউট হয়ে সাজঘরে যান মার্নাস লাবুশেন।

লাবুশেন আউট হতেই উৎসব শুরু করে দিয়েছিল আফগানরা

দলীয় ৬৯ রানে পঞ্চম ব্যাটার হিসেবে আউট হয়ে সাজঘরে যান মার্নাস লাবুশেন।
লাবুশেন আউট হতেই উৎসব শুরু করে দিয়েছিল আফগানরা

মার্নাস লাবুশেনের রানআউটের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার অর্ধেক ব্যাটার তখন সাজঘরে। লক্ষ্য তখনও বহুদূর। আর স্টয়নিস আউট হতে তো লেজই বেরিয়ে আসে দলটির। তখন উৎসব শুরু করে দিয়েছিল আফগানিস্তান। ড্রেসিং রুমে রীতিমতো নাচই শুরু করে দেন দলের মেন্টর অজয় জাদেজা।

এরপর যা হয়েছে তা রীতিমতো নাটকীয়। অবিশ্বাস্য বললেও কম বলা হবে না। ২৯২ রানের লক্ষ্যে ৯১ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলা দলটি জয় পাবে তা কে ভেবেছিল? ক্রিকেট বিশ্বে এর আগে এমন নজির গড়তে পারেনি কেউ। সেখানে গ্লেন ম্যাক্সওয়েলের অতিমানবীয় এক ইনিংসে অস্ট্রেলিয়া পেল দারুণ এক জয়। তাতে সেমি-ফাইনালও নিশ্চিত হয়ে যায় তাদের।

তবে লাবুশেন যখন আউট হন, তখনই জয়ের সুবাস পাচ্ছিল আফগানিস্তান। অজিদের সংগ্রহ তখন ৫ উইকেটে ৬৯ রান। তখন ড্রেসিংরুমে আনন্দে লাফালাফি শুরু করেন আফগানরা। মেন্টর জাদেজা ঠুমকা নাচ নাচতে থাকেন। অজি শিবির থেকে অভিযোগ যাওয়ার পর থামে। আফগানিস্তান ড্রেসিং রুমে 'হাঁটাচলা'র অভিযোগ জানানো হয় তাদের তরফ থেকে।

তবে ম্যাচের শেষেও নাচতে পারতো আফগানরা। পারেনি নিজেদের জন্যই। ম্যাক্সওয়েলের অতিমানবীয় এই ইনিংস থামতে পারতো অনেক আগেই। ব্যক্তিগত ৩৫ রানে নুর আহমেদের বলে সুইপ করতে গিয়ে টপ-এজ হয়ে শর্ট ফাইন লেগে লোপ্পা ক্যাচ তুলে দিয়েছিলেন। কিন্তু অবিশ্বাস্যভাবে সেই ক্যাচ ছেড়ে দেন মুজিব উর রহমান। একই সঙ্গে ম্যাচটাও ফসকে ফেলেন তিনি। বাকি গল্প তো সবারই জানা।

তবে এই ম্যাচটি যদি জিততে পারতো তাহলে সেমি-ফাইনালের স্বপ্ন অনেকটাই চওড়া হয়ে যেত আফগানদের। এক ম্যাচ হাতে রেখে ১০ পয়েন্ট হতো তাদের। একই সঙ্গে রানরেটেও এগিয়ে যেত বেশ। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় হার এড়াতে পারলেই চলত। এখন সমীকরণ অনেকটাই কঠিন হয়ে গিয়েছে তাদের জন্য।

Comments

The Daily Star  | English
Saber Hossain Chowdhury minister for environment, forests and climate change

Saber Hossain Chowdhury arrested

The Detective Branch of police arrested former environment minister Saber Hossain Chowdhury from the capital’s Gulshan area today

17m ago