কাল থেকে মেট্রোরেলের প্রথম ট্রিপ সকাল ৭.১০টায়

ছবি: তুহিন শুভ্র অধিকারী/স্টার

আগামীকাল বুধবার থেকে সকাল ৭টা ১০ মিনিটে ও ৭টা ২০ মিনিটে দুটি অতিরিক্ত ট্রেন পরিচালনা করবে মেট্রোরেল কর্তৃপক্ষ।

শিক্ষক-শিক্ষার্থী ও চাকরিজীবীদের যাতায়াতের সুবিধার জন্য উত্তরা স্টেশন থেকে এ দুটি ট্রিপ পরিচালনা করা হবে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় মেট্রোরেল প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর (জনসংযোগ) তরফদার মাহমুদুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সুবিধা শুধু এমআরটি পাস বা র‍্যাপিড পাসধারীদের জন্য বলেও উল্লেখ করেছেন তিনি।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এর আগে ডেইলি স্টারকে বলেছিলেন, 'শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সাধারণত সকাল ৮টায় খোলে। এ কারণে অন্তত আধঘণ্টা আগে মেট্রো চলাচল শুরু করার জন্য অনেকই আমাদের অনুরোধ করেছে যেন শিক্ষক-শিক্ষার্থীরা মেট্রোতে চলাচল করতে পারেন।'

'তাই আমরা সকাল ৭টা থেকে মেট্রোরেল চালু করার কথা বিবেচনা করছি,' বলেছিলেন তিনি।

বর্তমানে আগারগাঁও-মতিঝিল রুটে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। তবে এমআরটি পাসধারীরা দুপুর ১২টা পর্যন্ত মেট্রোরেলে চলাচল করতে পারেন।

Comments

The Daily Star  | English
compensation for uprising martyrs families

Each martyr family to get Tk 30 lakh: Prof Yunus

Vows to rehabilitate them; govt to bear all expenses of uprising injured

4h ago