আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বিশ্বকাপ স্কোয়াডে যোগ দিচ্ছেন বিজয়

আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি সাকিবের বদলি হিসেবে বিজয়কে অনুমোদন দিয়েছে।

পুনে থেকে

বিশ্বকাপ স্কোয়াডে যোগ দিচ্ছেন বিজয়

সাকিবের জায়গায় আনামুল হক বিজয়
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচের আগে চোটে ছিটকে গেছেন অধিনায়ক সাকিব আল হাসান। তার বদলে ওপেনার এনামুল হক বিজয়কে স্কোয়াডে নিয়েছে বাংলাদেশ। বুধবার পুনেতে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি সাকিবের বদলি হিসেবে বিজয়কে অনুমোদন দিয়েছে।

 

শ্রীলঙ্কার বিপক্ষে সোমবার দিল্লিতে ৮২ রানের ইনিংস খেলার পথে বাম হাতের তর্জনি আঙুলে চোট পান সাকিব। পরে পরীক্ষায় দেখা যায় সেখানে আছে চিড়। তাতে করে আগামী চার-সপ্তাহের জন্য ছিটকে গেছেন তিনি। 

অলরাউন্ডার সাকিবের বদলে দলের ব্যাটিং শক্তি বাড়িয়েছে বাংলাদেশ। বিজয় বাংলাদেশের হয়ে বিভিন্ন সময় মিলিয়ে খেলেছেন ৪৫ ওয়ানডে। সর্বশেষ গত এশিয়া কাপে ভারতের বিপক্ষে খেলে ৪ রানে আউট হন তিনি। 

সম্প্রতি চলমান জাতীয় দলে খুলনা বিভাগের হয়ে এক সেঞ্চুরি আর দুই ফিফটি এসেছে ডানহাতি ব্যাটারের ব্যাটে। 

Comments

The Daily Star  | English