আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

স্পিরিট অফ ক্রিকেটের জন্য ভালো নয়, একই সুর আসালাঙ্কা ও ওয়াকারের

শ্রীলঙ্কার বাঁহাতি ব্যাটার আসালাঙ্কা বলেন, ‘আমার দৃষ্টিভঙ্গিতে এটা স্পিরিট অফ ক্রিকেটের জন্য ভালো নয়। যদিও এটা ক্রিকেটের নিয়ম।'

স্পিরিট অফ ক্রিকেটের জন্য ভালো নয়, একই সুর আসালাঙ্কা ও ওয়াকারের

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

অ্যাঞ্জেলো ম্যাথিউস টাইমড আউট হয়ে তার ক্ষোভ মাঠেই ঝেড়েছেন। সেসময় ক্রিজে থাকা শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা পুরো ঘটনাই কাছে থেকে দেখেছেন। ২৫তম ওভারের সে ঘটনার পর আসালাঙ্কা সেঞ্চুরি হাঁকিয়েছেন। ১০৫ বলে ১০৮ রানের ইনিংস খেলার পর আসালাঙ্কাও সেই আউট নিয়ে নিজের অসন্তোষ জানিয়েছেন। পাকিস্তানের ওয়াকার ইউনুসও একই সুরেই কথা বলেছেন।

শ্রীলঙ্কার বাঁহাতি ব্যাটার আসালাঙ্কা বলেন, 'আমার দৃষ্টিভঙ্গিতে এটা স্পিরিট অফ ক্রিকেটের জন্য ভালো নয়। যদিও এটা ক্রিকেটের নিয়ম।'

নিয়মের কথা মানলেও মোটেও পছন্দ হয়নি ওয়াকার ইউনুসের, 'যা দেখেছি আমি, আসলে তা উপভোগ করিনি। স্পিরিট অফ দ্য গেম, আমি সবসময় সেটায় বিশ্বাস করি। আপিল, পুরো নাটক, আমি মনে করি এটা একটু বেশিই হয়েছে। এটা ঠিকই আছে, যদি দুই মিনিট বা তিন মিনিটের বেশিও হয়। এটা ঠিকই আছে আমার মতে।'

'হ্যাঁ সে (ম্যাথিউস) কিছু দেরিতে এসেছে। ক্রিকেটের আইনকানুন দেখলে সেই আউটটা ঠিক আছে। কিন্তু স্পিরিট অফ দ্য গেমের দিক দিয়ে চিন্তা করলে,  আমি পছন্দ করিনি সেটা।'

অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার মার্ক ওয়াহর ভাষ্য আরও কড়া। তিনি বলেছেন, 'স্পিরিট কিংবা নিয়মের কথা ভুলে যান, একজন ফেয়ার স্বচ্ছ মানসিকতার ক্রিকেটার এমন আউটের আবেদন করেন কীভাবে?' 

২৫তম ওভারে দ্বিতীয় বলে সাদিরা সামারবিক্রমা আউট হওয়ার পর ব্যাট করতে আসেন এঞ্জেলো ম্যাথিউজ। ব্যাটিং শুরু করার আগে আবার হেলমেট বদলাতে যান ম্যাথিউস। ততক্ষণে নিয়মে থাকা দুই মিনিট পেরিয়ে যায়। কোন ব্যাটার আউট হলে নতুন ব্যাটারকে দুই মিনিটের মধ্যে প্রস্তুত হয়ে যেতে হবে বল মোকাবিলা করার জন্য৷ লঙ্কান ব্যাটার তা না পারলে আম্পায়াররা তাকে জানিয়ে দেন আউটের কথা। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গেও পরে ম্যাথিউসকে কথা বলতে দেখা যায়। শেষে টাইমড আউট হয়ে নিজের হতাশা প্রকাশ করেছেন অঙ্গভঙ্গিতে। 

Comments

The Daily Star  | English
Election in Bangladesh

Election in first half of ’26 is not unreasonable, but Dec ’25 is doable

Whatever the differing stances of various political parties may be, people in general would prefer to exercise their franchise.

4h ago