ভারতের সঙ্গে একইদিনে বাংলাদেশেও মুক্তির অপেক্ষায় ‘টাইগার ৩’

'টাইগার ৩' এর পোস্টার। ছবি: সংগৃহীত

বাংলাদেশে শাহরুখ খান অভিনীত 'জাওয়ান' ভারতের সঙ্গে একই দিনে মুক্তি পেয়েছিল। এবার সেই প্রক্রিয়ায় সালমান খান অভিনীত 'টাইগার ৩'ও বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির আলোচনা চলছে।

আগামী ১২ নভেম্বর ভারতসহ বিশ্বব্যাপী সিনেমাটি আমদানির মাধ্যমে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটি বাংলাদেশে আমদানি করছেন জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানের কর্ণধার আবদুল আজিজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা বাংলাদেশের 'টাইগার ৩' আমদানি করে একইদিনে মুক্তির জন্য চেষ্টা করছি। আশা করছি আমাদের চেষ্টা সফল হবে।'

আগামী ১২ নভেম্বর ভারতে ও বিশ্বের অন্যান্য দেশের সিনেমাটি মুক্তি পাবে। মনীশ শর্মা পরিচালিত 'টাইগার ৩' সিনেমায় সালমান খানের বিপরীতে আছেন ক্যাটরিনা কাইফ। খলনায়ক চরিত্রে আছেন ইমরান হাশমি। সিনেমায় শাহরুখ খান ও হৃত্বিক রোশনের ক্যামিও দেখা যাবে।

Comments

The Daily Star  | English

Democracy ends where leadership begins

The Daily Star analysis of 25 political parties

11h ago