‘নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, সংবিধানে এমন কিছু নেই’

ফারুক খান। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান বলেছেন, বর্তমান পরিস্থিতি আসন্ন জাতীয় নির্বাচনের অনুকূলে আছে।

আজ শনিবার নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় অংশ নিয়ে তিনি আরও বলেন, 'জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, সংবিধানে এমন কিছু লেখা নেই।'

তিনি সাংবাদিকদের বলেন, 'বিএনপি রাজনৈতিক কর্মসূচি পালন করছে না, সহিংসতা করছে।'

নির্বাচন কমিশনের আমন্ত্রণপত্র গ্রহণ করার জন্য বিএনপি অফিসে কাউকে পাওয়া যায়নি—এ বিষয়ে জানতে চাইলে ফারুক খান বলেন, 'এটা বিএনপির জন্য লজ্জাজনক।'

নির্বাচন কমিশন আজ সকালে প্রথম ধাপে ২২ দলকে আলোচনার জন্য আমন্ত্রণ জানায়।

এ ছাড়া, আলোচনার জন্য দ্বিতীয় ধাপে আজ বিকেল ৩টা থেকে আরও ২২টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

নির্বাচন কমিশন তাদের নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে দলগুলোকে অবহিত করতে এবং তাদের সুপারিশ জানতে এই আলোচনা করছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা।

সকালের বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English
Hitu Sheikh sentenced to death in Magura child rape case

Magura child rape: Hitu Sheikh sentenced to death, 3 acquitted

The child went to visit her sister's house where she was raped on March 6

2h ago