মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হলো ২০০৭ সালের দুর্নীতি মামলায়

মির্জা আব্বাস। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ২০০৭ সালের দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

রাজধানীর শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আখন্দের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমাম এ আদেশ দেন।

এর আগে গত ৩০ অক্টোবর একই আদালত এই মামলায় সময়ের আবেদন খারিজ করে বিএনপির সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদেশের পর আদালত পরবর্তী পদক্ষেপের জন্য গ্রেপ্তারি পরোয়ানার অনুলিপি থানায় পাঠিয়েছেন।

আবেদনে এসআই শফিকুল ইসলাম বলেন, ৩১ অক্টোবর মির্জা আব্বাসকে ২৮ অক্টোবর দলের মহাসমাবেশে পুলিশের ওপর হামলা ও আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে শাহজাহানপুর থানায় দায়ের করা আরেকটি মামলায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তিনি এখন জেল হাজতে রয়েছেন। তাই মির্জা আব্বাসকে দুর্নীতির মামলাযতেও গ্রেপ্তার দেখানো উচিত।

শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করেন এবং মামলায় যুক্তিতর্কের পরবর্তী নির্ধারিত তারিখ ৫ নভেম্বর তাকে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

এর আগে আদালত মামলার অভিযোগকারীসহ রাষ্ট্রপক্ষের ২৪ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন।

আদালত ২০০৮ সালের ১৬ জুন বিএনপির সাবেক মন্ত্রী মির্জা আব্বাস ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ২৩ লাখ টাকার সম্পদবিবরণী গোপনের অভিযোগে মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে ২০০৭ সালের ১৬ আগস্ট রমনা থানায় মামলা করে দুদক।

২০০৮ সালের ১৪ মে মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

‘Seize the moment to anchor democracy’

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

2h ago