কিশোরগঞ্জে পুলিশের ৩ মামলায় বিএনপির ১৬০০ আসামি

কুলিয়ারচরের ছয়সূতি এলাকায় গতকাল পুলিশের অবস্থান। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে তিনটি স্থানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ দুই জন নিহতের ঘটনায় পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে পৃথক তিনটি মামলা করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে ও আজ সকালে কুলিয়ারচর থানা পুলিশ বাদি হয়ে ৪৫ জনের নামে এবং এবং অজ্ঞাত আরও ১৬০০ জনকে আসামি করে এসব মামলা করেন। মামলায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে আসামি করা হয়।

কুলিয়ারচর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান জানান, কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক তারেক পারভেজ বাদি হয়ে দুইটি এবং বাজরা‌ এলাকায় সংঘর্ষের ঘটনায় উপ-পরিদর্শক নূরে আলম বাদি হয়ে একটি মামলা করেছেন।

গতকাল মঙ্গলবার সকালে কুলিয়ারচরের ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ চলাকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালালে ছয়সূতি ইউনিয়ন কৃষকদলের সভাপতি বিল্লাল হোসেন ও ছাত্রদলের সহসভাপতি রেফায়েত উল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় পুলিশসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হন।

এদিকে, দলের দুই নেতা নিহতের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলায় আজ বুধবার অর্ধদিবস হরতাল পালনের ঘোষণা দিয়েছে জেলা বিএনপি।

 

Comments

The Daily Star  | English

DU JCD leader stabbed to death on campus

Shahriar Alam Shammo, 25, was the literature and publication secretary of the Sir AF Rahman Hall unit of Jatiyatabadi Chhatra Dal

2h ago