সিলেটে পুলিশের ধাওয়ায় আহত যুবদল নেতার মৃত্যু

নিহত দিলু আহমেদ জিলু। ছবি: সংগৃহীত

সিলেটে পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে মোটরসাইকেল উল্টে গুরুতর আহত হয়ে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত দিলু আহমেদ জিলু গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

স্থানীয় যুবদল নেতাদের অভিযোগ, পুলিশের একটি ভ্যান দিলুকে বহনকারী মোটরসাইকেলে ধাক্কা দিলে সেটি রাস্তার পাশে ছিটকে পড়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। 

মোটরসাইকেলে থাকা যুবদল নেতা দিলুকে আহত অবস্থায় পুলিশ গ্রেপ্তার করে। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

তবে এ অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, রাস্তা অবরোধ করতে গিয়ে পুলিশের ধাওয়ায় খেয়ে পালানোর চেষ্টা করেন দিলু। সে সময় তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকাল সাড়ে ৮টার দিকে লালাবাজার এলাকায় সড়ক অবরোধের সময় পুলিশ আমাদের ধাওয়া দেয়। ধাওয়ার সময় পুলিশের একটি ভ্যান দিলুকে বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে।'

তিনি বলেন, 'পুলিশ আহত দিলুকে আটক করে থানায় নিয়ে যায় এবং পরে তারপর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি মারা যান।'

জানতে চাইলে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ ডেইলি স্টারকে বলেন, 'পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় সকাল সাড়ে ৮টার দিকে দিলু ও তার ভাই মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা খায়।'

'গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়,' বলেন তিনি।

তিনি আরও বলেন, 'পিকেটিং করার সময় পুলিশ বিশৃঙ্খলাকারীদের ধাওয়া করে। কিন্তু কোনো পুলিশ ভ্যান তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়নি এবং আহত অবস্থায় তাকে আটক করা হয়নি। এ ধরনের অভিযোগ ভিত্তিহীন।'

Comments

The Daily Star  | English

Drone crash triggers commotion on Ijtema ground, 40 injured

It was not immediately known how the drone fell or who it belonged to

24m ago