গাজীপুরের কোনাবাড়ীতে অনন্ত গার্মেন্টসে আগুন

কোনাবাড়ীতে গার্মেন্টস কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ী শিল্পনগরীতে অনন্ত গার্মেন্টসের কারখানায় আগুন লেগেছে। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কারখানাটিতে আগুন লাগে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আ. সামাদ আগুন লাগার খবর দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন। 

বেতন বৃদ্ধির দাবিতে আজ সকাল থেকেই কোনাবাড়ী ও আশপাশের এলাকায় শ্রমিকদের বিক্ষোভ চলছিল। এর মধ্যেই কারখানাটিতে আগুন লাগে।

কোনাবাড়ীর কাশিমপুর রোডে অবস্থিত অনন্ত গার্মেন্টসে অগ্নিকাণ্ডের পর কারখানাটির আরেক ইউনিট এবিএম ফ্যাশনেও আগুন লাগে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক রেজাউল করিম বলেন, শ্রমিকরা অনন্ত গার্মেন্টসে আগুন দিয়েছেন। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

কোনাবাড়ী থানায় ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) স্বপন বলেন, ওসি সাহেব একটা দল নিয়ে ঘটনাস্থলে আছেন।

Comments

The Daily Star  | English

Earlier bribe was Tk 1 lakh, now it’s Tk 5 lakh: Fakhrul

BNP leader Fakhrul highlights escalating bribery, blames lack of good governance and police reform

43m ago