অনুদানের টাকার সঠিক ব্যবহার হয়েছে ‘অসম্ভব’ সিনেমায়: অরুণা বিশ্বাস
অভিনেত্রী অরুণা বিশ্বাস পরিচালিত প্রথম সিনেমা 'অসম্ভব'। সরকারি অনুদানের সিনেমাটি আগামী ৩ নভেম্বর সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে।
সিনেমাটির মুক্তি উপলক্ষে চ্যানেল আইতে সম্প্রতিকালে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনের মঞ্চে আবেগতাড়িত হয়ে পড়েন অরুণা বিশ্বাস। সেখানে কান্নাভেজা কণ্ঠে বলেন, 'আমার এই অশ্রু আনন্দের, আবেগের। প্রেম-সংঘাত, মান-অভিমান, নিজস্ব সংস্কৃতি এবং দেশপ্রেমের গল্পে মোড়ানো একটি ছবি 'অসম্ভব'। আমার পরিচালিত এই সিনেমায় সরকারি অনুদানের টাকা সঠিক ব্যবহার করেছি। যার প্রমাণ পর্দায় পাবেন দর্শকরা।'
তিনি আরও বলেন, 'সিনেমাটিতে আমাদের ঐতিহ্যবাহী যাত্রাশিল্পের অনেক বিষয় গল্পের মধ্যদিয়ে উঠে এসেছে। যা দর্শকদের ভালো লাগবে। এই সিনেমায় শেষ গানটি লিখেছেন কিংবদন্তি গীতিকবি ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার। 'ও শাড়ি' গানটি দর্শকদের মন ছুঁয়ে যাবে। 'অসম্ভব' সিনেমাটি আমার ভালোবাসা-আবেগের একটি সিনেমা।'
সিনেমার অন্যতম অভিনেত্রী সোহানা সাবা বলেন, 'এই সিনেমার গল্পই আমাদের শক্তি। আমাদের নিজেদের গল্প, আমাদের আন্তরিকতা, আমাদের সর্বোচ্চ চেষ্টা এই ছবিকে এগিয়ে নিয়ে যাবে। এমন একটা সুন্দর টিমের 'অসম্ভব' সিনেমা আগামী ৩ নভেম্বরে সিনেমা হলে আসছে।'
অরুণা বিশ্বাস পরিচালিত প্রথম সিনেমার জন্য শুভকামনা জানাতে এসেছিলেন বাপ্পারাজ, মিশা সওদাগর, শহীদুল ইসলাম সাচ্চু, নিপুণ, জায়েদ খান, কণ্ঠশিল্পী অনিমা রায়সহ অনেকেই।
'অসম্ভব' সিনেমায় অভিনয় করেছেন আবুল হায়াত, শতাব্দী ওয়াদুদ, সোহানা সাবা, গাজী আব্দুন নূর, শাহেদ শরীফ খান, স্বাগতা, শহীদ কাদরী, নাফিস আহমেদ এবং একটি বিশেষ চরিত্রে আছেন যাত্রাসম্রাজ্ঞীখ্যাত জ্যোৎস্না বিশ্বাস।
Comments